'কুসিক নির্বাচনে সব ধরনের সহযোগিতা করবে আ.লীগ'

এইচটি ইমামকুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচটি ইমাম। মঙ্গলবার দুপুরে এইচটি ইমামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কেএম নরুল হুদার সঙ্গে সাক্ষৎ করে। পরে সাংবাদিকদের এ তথ্য জানান এইচটি ইমাম।

এইচটি ইমাম বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নতুন নির্বাচন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা নয়, কঠিন পরীক্ষাও। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে আমারা কমিশনকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছি।’

গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে কুসিক নির্বাচনকে নতুন নির্বাচন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা বলে উল্লেখ করে।

সাক্ষাতে আওয়ামী লীগের প্রতিনিধি দল কয়েকজন প্রিজাইডং অফিসারের বিরুদ্ধে আপত্তি  তুলে ‘নিরপেক্ষতার নামে’ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগ করেন।

এইচটি ইমাম বলেন, ‘নির্বাচনে যাদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে ১৫/১৬ জনের বিরুদ্ধে আপত্তি উঠেছে। আমরা সিইসিকে বলেছি এ বিষয়টি তদন্ত করে দেখতে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে।’

মঙ্গলবার প্রচার প্রচারণাকালে আওয়ালী লীগের নেতাদের আর্থিক দণ্ডাদেশ দেওয়া প্রসঙ্গে এইচটি ইমাম বলেন, ‘বিধি অনুযায়ী আজ মধ্য রাতে প্রচার প্রচারণা শেষ হবে। কিন্তু তার আগে নৌকার পক্ষে প্রচার প্রচারণা করতে গেলে বিধি বহির্ভূতভাবে জরিমানা করা হয়েছে। নিরপেক্ষতার নামে আওয়ামী লীগের নেতাদের প্রতি যেন এ ধরণের নিষ্ঠুর আচরণ না করা হয়।’

আওয়ামী লীগের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন- দলের উপদেষ্ঠা পরিষদের সদস্য ড. মশিউর রহমান, দফতর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবীর কাউসার।

/ইএইচএস/জেবি/এসএনএইচ/