ভারতের সঙ্গে স্বার্থবিরোধী চুক্তি হলে কর্মসূচি দেবে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে অন্য সদস্যরাআসন্ন ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বার্থবিরোধী কোনও চুক্তিস্বাক্ষর করলে কঠোর কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এক্ষেত্রে প্রধানমন্ত্রী দেশে ফেরার পরপরই মাঠে নামবে দলটি। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যাকাণ্ড, জঙ্গি হামলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদেও কর্মসূচি হাতে নেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে দলটি।
রবিবার (২ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে অংশ নেওয়া বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।
জানা গেছে, প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী এ বৈঠকে দলের সাংগঠনিক পরিস্থিতি, ঢাকায় চলমান আইপিইউ সম্মেলন, কুমিল্লার সিটি নির্বাচন ও দেশের রাজনৈতিক অবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
স্থায়ী কমিটির একজন প্রবীণ সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরকালে দুই দেশের মধ্যে যেসব চুক্তি হতে পারে, সেগুলোর ধরন নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হতে পারে এমন সম্ভাবনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে বিএনপি। ভবিষ্যতেও এ বিষয়ে আমরা অটল থাকবো বলে প্রতিবাদ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’

স্থায়ী কমিটির আরেক সদস্য বাংলা ট্রিবিউনকে জানান, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী মনিরুল হক সাক্কিু বিজয়ী হলেও প্রাপ্ত ভোটের সংখ্যা নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি। দলটি মনে করে, কুসিক নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যবধান আরও বাড়তো।

বৈঠকের ব্যাপারে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থায়ী কমিটির বৈঠকে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। আগামীকাল সোমবার দুপুর ১টায় সংবাদ সম্মেলন করা হবে। সেখানেই আমরা বিস্তারিত জানাবো।’

বিএনপির মহাসচিবের কথার সূত্র ধরে জানা যায়, সোমবার (৩ এপ্রিল) বেলা ১টায় সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সংবাদ সম্মেলনে কথা বলবেন।

/এসটিএস/এমএ/জেএইচ/