দেশ ধ্বংসের আগেই এ সরকারকে বিদায় করতে হবে: খালেদা জিয়া

খালেদা জিয়াবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মন্তব্য করেছেন, দেশ ধ্বংসের আগেই এ সরকারকে বিদায় করতে হবে। মঙ্গলবার (৪ এপ্রিল) কুমিল্লার নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু ও জেলা বিএনপির নেতাকর্মীরা রাজধানীর গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে দেখা করতে এলে তিনি একথা বলেন।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার প্রাপ্ত ভোটের সঙ্গে সাক্কুর পাওয়া ভোটের ব্যবধান অন্তত ৫০ হাজার হতো বলে মনে করেন খালেদা জিয়া। কুমিল্লা জেলা বিএনপির নেতাকর্মীদের তিনি বলেন, ‘আপনারা সাক্কুকে যুদ্ধ করে জিতিয়ে এনেছেন। সুষ্ঠু নির্বাচন হলে তার বিজয়ের যে ব্যবধান আমরা দেখেছি তা হতো ৫০ হাজার। ফলে এ নির্বাচনে সন্তুষ্টির কিছু নেই।’
কুমিল্লা নির্বাচনের প্রসঙ্গ ধরে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘এই সিইসি নিরপেক্ষ নয়। তিনিও আওয়ামী লীগের হয়ে কাজ করছেন। এই সিইসি থাকলে দেশে সুষ্ঠু নির্বাচন হবে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে খালেদা জিয়া আরও বলেন, ‘বর্তমান সরকারের সবচেয়ে বড় ভয় হলো এ দেশের মানুষ। এরপরেই তারা বিএনপিকে ভয় পায়। কারণ বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে ধানের শীষেই ভোট দেবে জনগণ। এজন্য বিএনপির নেতাকর্মীদের মামলা দিয়ে ও হয়রানি করে নির্বাচন থেকে দূরে রাখতে চায় সরকার। আর শেখ হাসিনা ক্ষমতায় থেকেই নির্বাচন করতে চান।’
এদিকে বিএনপি চেয়ারপারসন হুঁশিয়ারি দিয়ে বলেন, কুমিল্লার নির্বাচনে যারা দলের সঙ্গে বেঈমানি করেছে এবং দলের বিরুদ্ধে কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশে তার আহ্বান— আগামী দিনে শুধু ঐক্য নয়, নির্বাচনের জন্য কাজ করতে হবে।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

/এসটিএস/জেএইচ/