মহানগর কমিটি আন্দোলনে সফল হবে, আশা ফখরুলের





বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)দুভাগে বিভক্ত বিএনপির ঢাকা মহানগর কমিটি আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সফল হবে বলে আশা প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


তিনি বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা মহানগর বিএনপি’র কমিটি হওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। নেত্রীর (খালেদা জিয়া) তত্ত্বাবধানে সত্যিকার অর্থে ভালো কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকরা নতুন কমিটির বিষয়ে জানতে চাইলে এসব কথা বলেন ফখরুল। 
গত ১৮ এপ্রিল মধ্যরাতে ঘোষিত হয় ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির কমিটি। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নির্বাচিত হয়েছেন হাবীব উন নবী খান সোহেল। আর সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে কাজী আবুল বাশারকে। বিএনপি’র ঢাকা মহানগর উত্তরে সভাপতি আবদুল কাইয়ূম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহসান উল্লাহ হাসান।
মঙ্গলবার মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আগামী এক মাসের মধ্যে কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে।’ 

নতুন কমিটির বিষয়ে ফখরুল বলেন, ‘কমিটিতে পরীক্ষিত সৈনিকদের স্থান দেওয়া হয়েছে। কমিটির বেশির ভাগ পদেই তরুণদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যেসব পদ এখনও শূন্য আছে, সেসব পদেও কাউকে নেওয়ার সুযোগ থাকবে।’ তাছাড়া আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নবগঠিত ঢাকা মহানগর বিএনপির কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সফল হবে বলেও দাবি করেন মির্জা ফখরুল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘সরকার একটি নীল নকশা নিয়ে এগুচ্ছে। কাজ করতে না দেওয়ার জন্য নীল নকশার ষড়যন্ত্র চলছে।’
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার জনপ্রতিনিধিদের সম্মান দিচ্ছে না, কাজ করতেও দিচ্ছে না।একটি কথা খুব স্পষ্ট,এসব কিছু বেশি দিন চলতে পারে না। গ্রেফতার করুক আর যাই করুক নির্বাচনটা এখন জরুরি এবং সেই নির্বাচন হতে হবে একটি নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে।’
এ সময় ঢাকা মহানগর বিএনপি (দক্ষিণ)-এর সভাপতি এবং বিএনপির যুগ্মমহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন,‘ক্ষোভ ও দুঃখ থাকবে না। বরং ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ে সবাইকে নিয়েই আগামীতে আন্দোলন করা হবে। তাছাড়া যারা পদ পান নাই, তাদের এখনও অনেক সুযোগ আছে। সে ব্যাপারে বিবেচনা করা হবে।’
/এসটিএস/এপিএইচ/

আরও পড়ুন: 

রাডার মামলায় এরশাদ খালাস