জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাদলের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনার সভাপতিত্বে আগামী ২০ মে সকাল সাড়ে ১০টায় তাঁর সরকারি বাসভবন গণভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ সদস্যবৃন্দ, সকল জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দফতর ও উপ-দফতর সম্পাদক, প্রচার ও প্রকাশনা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
গত বছরের ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত দলের ২১তম জাতীয় সম্মেলনের পর এই প্রথমবারের মতো জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন  দলীয় সভাপতি। দলের সাংগঠনিক অবস্থা, আগামী জাতীয় নির্বাচন, দেশের বিভিন্ন স্থানে সংঘটিত জঙ্গি হামলার বিষয়গুলো মতবিনিময়ের সময় আলোচিত হতে পারে বলে জানা গেছে। এছাড়া এই সভায় আগামী জাতীয় নির্বাচনের জন্য মাঠের রাজনীতিতে সক্রিয় হওয়া ও দলের প্রচার-প্রচারণা আরও বৃদ্ধির নির্দেশনা আসতে পারে।
গত ১২ এপ্রিল অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে তৃণমূল সংগঠন নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। ওই্ আলোচনায় দেশের বেশ কয়েকটি জেলার অভ্যন্তরীণ দ্বন্দ্ব  ও কোন্দলের বিষয়ও উঠে আসে। এ সময় প্রধানমন্ত্রী কয়েকটি জেলার নাম উল্লেখ করে তাদের ডেকে এনে  কথা বলার আগ্রহ প্রকাশ করেন ।

এদিকে গত ১৯ এপ্রিল আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সম্পাদক মণ্ডলীর বৈঠকে কয়েকটি জেলার কোন্দল নিয়ে আলোচনা হয়। এরপর কাদের তিনটি জেলার নেতাদের ঢাকায় ডেকে এনে তাদের সঙ্গে কথা বলেছেন।

/ইএইচএস/ এপিএইচ/

আরও পড়ুন: 

কোনও দেশের প্রধান বিচারপতি পাবলিকলি এত কথা বলেন না: আইনমন্ত্রী