খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্ট ভেরিফায়েড

BZ_Twitter-1280x553বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্ট ভেরিফায়েড করেছে টুইটার কর্তৃপক্ষ। মঙ্গলবার (২ মে) সন্ধ্যা থেকে তার অ্যাকাউন্টে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন দেখাচ্ছে। টুইটার কর্তৃপক্ষ তার এই অ্যাকাউন্টটির যথার্থতা নিশ্চিত করেছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, গত বছরের ২৮ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দিবসে টুইটার অ্যাকাউন্টটি চালু করেন খালেদা জিয়া। তখন থেকেই এটি নিয়মিত ব্যবহার করছেন তিনি।

জানা গেছে, খালেদা জিয়া এখন পর্যন্ত ৯৯টি টুইট করেছেন। ‘বেগম খালেদা জিয়া’ নামের এই অ্যাকাউন্টের ফলোয়ার এখন ২৬ হাজারেরও বেশি।

টুইটার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাইক্রোব্লগিং নিউজ শেয়ারিং এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। বর্তমানে সারাবিশ্বের ৩০ কোটিরও বেশি মানুষ এ মাধ্যমটি ব্যবহার করছে।

/এসটিএস/জেএইচ/