সোহরাওয়ার্দীতে জনসভার অনুমতি চেয়ে আবেদন করেছে বিএনপি

বিএনপিবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে আগামী বুধবার (২৪ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছে বিএনপি। সোমবার (২২ মে) দলের দফতরের পক্ষ থেকে কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা গণপূর্ত বিভাগ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বরাবর এই চিঠি দিয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
এর আগে রবিবার (২১ মে) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে সারাদেশে প্রতিবাদ সভার সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার প্রতিবাদ সভায় বাধা দিলে বিক্ষোভ-সমাবেশ করারও সিদ্ধান্ত নেয় বিএনপি। ওই সিদ্ধান্ত অনুযায়ীই বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি চেয়েছে দলটি।
আরও পড়ুন-

যুবদল ডেকেছে বিক্ষোভ, মহিলা দলের প্রতিবাদ

'নাশকতার সরঞ্জাম' খুঁজতে খালেদার কার্যালয়ে পুলিশ

খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশের তল্লাশি: প্রতিবাদ সভার সিদ্ধান্ত

গণতন্ত্রকে ধ্বংস করতেই খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি: ফখরুল

খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি: বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ

/এসটিএস/টিআর/