বামমোর্চার বাজেট বিরোধী বিক্ষোভ সোমবার

২০১৭-২০১৮ অর্থবছরের জাতীয় বাজেটজাতীয় বাজেটকে গণবিরোধী আখ্যা দিয়ে সোমবার (৫ জুন) দেশব্যাপী বিক্ষোভ ডেকেছে গণতান্ত্রিক বাম মোর্চা। গ্যাসের মূল্য বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ৫ জুন বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বাম মোর্চা। গণতান্ত্রিক বাম মোর্চার কেন্দ্রীয় নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বাংলা ট্রিবিউনকে এ কথা জানান।
তিনি বলেন, ‘গণবিরোধী বাজেটের প্রতিবাদে আগামী ৫ জুন সোমবার দেশব্যাপী বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করবে বাম মোর্চা।
বৃহস্পতিবার (১ জুন) অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৭-২০১৮ অর্থ বছরের চার লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।
/এসটি/এনআই/এসএমএ/

আরও পড়ুন
আয়কর সীমা বাড়ানোর প্রস্তাব ঢাকা চেম্বারের