X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২
এলডিপির সংবাদ সম্মেলনে বিএনপি নেতা

মেহেরবানি করে আমাদের মতো থাকতে দিন, ভারতের প্রতি অলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৪, ১৬:৫২আপডেট : ১৮ মে ২০২৪, ২৩:৫০

একটি বিশেষ দলের সঙ্গে সম্পর্ক না রাখতে প্রতিবেশী ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন এলডিপির সভাপতি অলি আহমদ। তিনি বলেছেন, “আমরা জানি, ভারত সরকার তাদের পূর্বাঞ্চলীয় ৭টি দেশের (প্রদেশ হবে, লিখিত বক্তব্যে তিনি ‘দেশ’ উল্লেখ করেছেন) নিরাপত্তার ব্যাপারে খুবই উদ্বিগ্ন। তাদের উদ্দেশে আমরা বলতে চাই, আমরা অন্য কোনও দেশের ব্যাপারে নাক গলাতে চাই না, অন্য দেশের কোনও ক্ষতি হোক এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হতে চাই না। কারণ এই ধরনের কর্মকাণ্ড ইসলাম ধর্মের পরিপন্থি। আমাদের প্রত্যাশা থাকবে, ভারত সরকার কোনও বিশেষ ব্যক্তি বা দলের সঙ্গে সম্পর্ক করা থেকে বিরত থাকবে বরং ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব স্থাপনে মনোযোগী হবে।”

শনিবার (১৮ মে) বিকালে রাজধানীর পূর্ব পান্থপথ এলাকায় এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘সংবাদ সম্মেলন’ শীর্ষক ব্যানারে এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমানের নাম উল্লেখ ছিল। তবে তারা আসেননি। দলের ভাইস চেয়ারম্যান মো. শাজাহান উপস্থিত ছিলেন।

ভারতের প্রতি অলি আহমদ বলেন, ‘ভারত সরকারের উচিত হবে না বাংলাদেশের জনগণের সঙ্গে শত্রুতামূলক আচরণ করা। আমরা সুপ্রতিবেশী হিসেবে থাকতে চাই। বর্তমান সরকার আপনাদের আমাদের দেশের সমুদ্রবন্দর, স্থলবন্দর এবং বিভিন্ন সড়ক ব্যবহারের অনুমতি দিয়েছে। অনেকগুলো অসম চুক্তিতে সইও করেছে। যার ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারপরও কেন ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, তা বোধগম্য নয়।’

‘মেহেরবাণী করে, আমাদের আমাদের মতো করে থাকতে দেন। আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবেন না। ভারত সরকারের বর্তমান মনোভাব পরিবর্তন না হলে উভয়েই ক্ষতিগ্রস্ত হবে, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ নয়।’ বলে উল্লেখ করেন অলি।

নিজেকে ‘বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ’ উল্লেখ করে অলি আহমদ বলেন, ‘১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহকারী সামরিক কর্মকর্তা হিসেবে জাতির প্রতি আমার কিছু কর্তব্য রয়েছে। কোনও কারণে যদি আমি আমার দায়িত্বগুলো সঠিকভাবে পালন না করি তার জন্য আমাকে পুরো জাতির কাছে জবাবদিহি করতে হবে।’

লিখিত বক্তব্যে তিনি আইনের শাসন, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, পাঠ্যবইয়ে ইসলাম প্রসঙ্গ, চাকরিহীনতা, বেকারত্বসহ নানা প্রসঙ্গে সরকারের সমলোচনা করেন, বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন।

জলবায়ু প্রসঙ্গে অলি আহমদের অভিযোগ ভারতের প্রতি। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ- ভারতের সঙ্গে আমাদের ৫৪টি অভিন্ন নদী রয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আমরা কোনও নদী থেকে পানির ন্যায্য অংশ পাচ্ছি না। ভারত সরকার ইচ্ছাকৃতভাবে শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে দিয়ে দেশকে মরুভূমিতে পরিণত করার পরিকল্পনায় লিপ্ত রয়েছে।’

তিনি উল্লেখ করেন, ‘গুরুত্বপূর্ণ গঙ্গা এবং তিস্তা নদীতেও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পানি প্রবাহিত হচ্ছে না। ১৯৭৬ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ সচিবালয়ে ভারতের তৎকালীন পানি সম্পদ মন্ত্রী শ্রী জগজীবন রামের সঙ্গে বৈঠক করে গঙ্গার পানি বন্টনের ব্যাপারে একটি চুক্তিতে আবদ্ধ হন এবং ওই চুক্তিতে লেখা ছিল, ভারত বাংলাদেশকে ৩২ হাজার কিউসেক পানি রিলিজ করবে এবং ওই পানি গঙ্গা বাঁধের ওপরে যেন মজুত থাকে তা নিশ্চিত করবে। অর্থাৎ ওই চুক্তিতে একটা গ্যারান্টি ক্লজ সন্নিবেশ করা হয়েছিল।’

‘পরবর্তীতে এরশাদ আমলে গ্যারান্টি ক্লজ উঠিয়ে দিয়ে ৩২ হাজার কিউসেকের স্থলে ২৮ হাজার কিউসেক পানি প্রবাহের চুক্তি হয়। যা বর্তমান সরকারের আমলে আরও হ্রাস পেয়েছে। ফলে সারা দেশে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভূগর্ভস্থ পানির স্তর প্রতিনিয়ত নিম্নে নেমে যাচ্ছে।’ বলেন অলি।

তার মন্তব্য,  ‘জলবায়ু উত্তপ্ত হয়ে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং নতুন নতুন রোগের প্রাদুর্ভাব ঘটছে। এছাড়াও পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারলাম ভারতের তৈরি খাদ্যদ্রব্য এবং ব্যবহারিক সামগ্রীগুলোতে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর অনেক পদার্থ মেশানো থাকে। যার ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। প্রতি বছর প্রায় ১৪-১৫ লাখ লোক ওই সমস্ত রোগের চিকিৎসার জন্য ভারতের হাসপাতালগুলোতে ভিড় জমায়। নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মানুষের ছেলে মেয়েরা বিদেশ গমন করে বহু কষ্টার্জিত ডলার দেশে পাঠায়। বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা ওই ডলারগুলো ভারতে চিকিৎসার জন্য ব্যয় করে।’

বিএনপির সঙ্গে যুগপতে যুক্ত এলডিপি সভাপতি জানান, তারা দীর্ঘদিন ধরে বিএনপি’র নেতৃত্বে বর্তমান সরকারের বিরুদ্ধে বিরতিহীন আন্দোলন চালিয়ে এসেছেন।

তার মন্তব্য, ‘আপনারা এখনও অনেকে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। আশা করি, দেশে গণতন্ত্র এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কৃষক, শ্রমিক, যুবক এবং ছাত্র সমাজ সবাই নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসবে। যত দ্রুত সম্ভব আমরা বিএনপি’র নেতৃত্বে নতুন কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ।’

শব্দ সংশোধনী, এলডিপির দুঃখ প্রকাশ

সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পর শব্দ সংশোধনী পাঠিয়েছে এলডিপি। শনিবার রাত সাড়ে নয়টার দিকে দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাহবুবুর রহমানের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের প্রেসিডেন্ট অলি আহমদ একটি লিখিত বক্তব্য পেশ করেন। বক্তব্যে ভারত প্রসঙ্গে একটি অংশে ৭টি অঙ্গরাজ্যের স্থলে ৭টি দেশ লেখা হয়েছে। এটা টাইপিং মিসটেক, যা পরবর্তীতে দৃষ্টিগোচর হয়েছে। এজন্য আমরা দুঃখিত।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
সব নেতাকর্মীকে সহনশীল হতে হবে: তারেক রহমান
‘বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে ঐকমত্য গঠনে’
সর্বশেষ খবর
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছরের জন্য পিছিয়ে গেছে: পেন্টাগন
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বৈঠক
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন