লংগদুতে অগ্নিসংযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সিপিবির

সিপিবিরাঙ্গামাটির লংগদু উপজেলায় আদিবাসীদের বসতবাড়িতে অগ্নিসংযোগকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার (৩ জুন) বিকালে এক বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, যুবলীগের স্থানীয় এক নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মিছিল থেকে লংগদু সদর ইউনিয়নের চারটি গ্রামের দুইশত বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই।
আইন-শৃংখলা রক্ষাকরী বাহিনী, সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের সামনে এ ধরনের ঘটনায় নেতারা উদ্বেগ প্রকাশ করা হয় বিবৃতিতে। নেতারা বলেন, ‘পাহাড়ের আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে। ক্ষতিগ্রস্তদের পুড়িয়ে দেওয়া বাড়ি পুনঃর্নির্মাণ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান সিপিবির সভাপতি ও সাধারণ সম্পাদক।
/এসএমএ/এমএ/

আরও পড়ুন

লংগদুতে ১৪৪ ধারা প্রত্যাহার

‘বিশ্বাস ছিল কেউ ক্ষতি করবে না’