লংগদু যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

বিএনপিরাঙামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে শক্তিশালী প্রতিনিধি দল গঠন করেছে বিএনপি। বুধবার (৭ জুন) মধ্যরাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আবদুল্লাহ আল নোমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৯ জুন শুক্রবার সকাল নাগাদ প্রতিনিধি দল লংগদুতে পৌঁছাবে। ঢাকা থেকে প্রতিনিধি দলে বিএনপির সুকোমল বড়ুয়াসহ আরও  দুয়েকজন যুক্ত হবেন। এছাড়া চট্টগ্রাম থেকেও যুক্ত হবেন কয়েকজন ।’
জানা গেছে, আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি লংগদু পরিদর্শন শেষে খালেদা জিয়ার কাছে প্রতিবেদন দেবেন। এক্ষেত্রে পরিস্থিতি বুঝে সংবাদ সম্মেলন হতে পারে।
আবদুল্লাহ আল নোমান বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের নির্দেশে লংগদু যাচ্ছি। ফিরে এসে সেখানকার পরিস্থিতির ওপর রিপোর্ট দেবো তাকে।’
উল্লেখ্য, গত ৭ জুন বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির সামলোচনা করে বলেন, ‘বিএনপি সম্প্রতি মোরা’য় ক্ষতিগ্রস্ত এলাকা এবং লংগদুতেও প্রতিনিধি পাঠায়নি। এছাড়া হাওর অঞ্চলে মাত্র একজনকে পাঠিয়ে দায় সেরেছেন খালেদা জিয়া।’

যদিও হাওর অঞ্চলে ত্রাণ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার এবং ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান পৃথকভাবে ত্রাণ বিতরণ করেছেন বলে জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।

/এসটিএস/এপিএইচ/