মির্জা ফখরুলের ওপর হামলায় শত নাগরিকের বিবৃতি

শত নাগরিক জাতীয় কমিটিরাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পরিদর্শন করতে যাওয়ার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শত নাগরিক। রবিবার (১৮ জুন) বিকালে শত নাগরিক জাতীয় কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘মির্জা ফখরুল ইসলামের মতো এমন সজ্জন রাজনীতিবিদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই।’
বিবৃতিতে স্বাক্ষরকারী শত নাগরিক বলেন, ‘আমরা মনে করি, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিএনপি মহাসচিবের ত্রাণবাহী বহরে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এই হামলা গণতন্ত্র ও পরমতসহিষ্ণুতার ওপর হামলা।’ অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি জানানো হয় বিবৃতিতে।
বিবৃতি দাতাদের মধ্যে রয়েছেন— শত নাগরিক জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, সদস্য সচিব আবদুল হাই শিকদারসহ সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, ড. মাহবুব উল্লাহ, মোহাম্মদ আসাফউদ্দৌলাহ, শওকত মাহমুদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সাংবাদিক মাহফুজ উল্লাহ, প্রফেসর আ ফ ম ইউসুফ হায়দার, রুহুল আমিন গাজী প্রমুখ।
এদিকে, বিএনপি মহাসচিবের গাড়ি বহরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এক বিবৃতিতে তিনি বলেন, ‘সারাদেশ যখন একটি অংশগ্রহনমূলক নির্বাচনের প্রতীক্ষায় প্রহর গুণছে, তখন এ ধরনের হামলা গণতন্ত্রপ্রত্যাশী মানুষকে শঙ্কিত করে তোলে। আমি অবিলম্বে এ ঘটনায় দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।’
/এসটিএস/টিআর/