বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে হবে: হানিফ

মাহবুবউল আলম হানিফআওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপিকে ক্ষমতা থেকে যোজন-যোজন দূরে রাখতে হবে। বিএনপি চেয়াপারসন  খালেদা জিয়া যেভাবে হুমকি দিলেন যে, তারা ক্ষমতায় গেলে আওয়ামী লীগ নেতাদের এক কাপড়ে বের করে দেবেন, এতেই প্রমাণ করে তারা অতীতে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের  রাজনীতি ভুলে যায়নি। জনগণকে বলবো-  এদের চরিত্র বদলায়নি, তাই এদেরকে ক্ষমতা থেকে দূরে রাখুন।
মঙ্গলবার (২০ জুন) বিকালে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) কর্মচারী লীগের এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হানিফ।
তিনি বলেন, ‘‘কিছুদিন আগে আপনারা দেখেছেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ অবৈধভাবে একটি বাড়ি দখল করে রেখেছিলেন। এহসান সাহেবের স্ত্রী বাড়ির মালিক অস্ট্রিয়ার নাগরিক ইনজে মারিয়া প্লাজ ১৯৮৫ সালের ৩০ মার্চ মারা যান। মওদুদ আহমদ ওই বছরেই মিথ্যা পাওয়ার অব অ্যাটর্নির কাগজ দেখিয়ে বাড়িটি দখল করেন। একজন ব্যক্তির মৃত্যুর পাঁচ মাস পর জালিয়াতির মাধ্যমে বাড়িটি দখল করা হয়। আইনি লড়াইয়ে ব্যারিস্টার মওদুদ হেরে গেলেন। পরে তাকে ওই বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। এই মিথ্যে নাটকের পাশে গিয়ে খালেদা জিয়া দাঁড়ালেন এবং বললেন, ‘বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগ নেতাদের এক কাপড়ে বের করে দেবেন।’ এতেই প্রতিহিংসার চরিত্র পরিষ্কার হয়েছে।’’

খালেদা জিয়াকে হিংস্র নারী, ক্ষমতালোভী আখ্যা দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘খালেদা জিয়া ২০৩০ ভিশনে সুশাসনের কথা বলেছেন। আইনের শাসনের কথা বলেছেন। অথচ মওদুদ আহমদ আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর রায়ের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে জনগণকে হুমকি দিয়েছেন। সুতরাং তার প্রতিহিংসামূলক বক্তব্যই প্রমাণ করে তিনি কী চান। তিনি আইনের শাসনে বিশ্বাসী নন। সুশাসনে বিশ্বাসী নন। গণতন্ত্রে বিশ্বাসী নন। তিনি হত্যা, জ্বালাও -পোড়াও রাজনীতিতে বিশ্বাসী। এই হিংস্র নারী ও ক্ষমতালোভী যেন ক্ষমতায় না আসতে পারে, সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো।’

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সকল কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে হানিফ বলেন, ‘গাছ কেটে ফল খেলে হবে না। এখানে ‘অপারেশন লস’ আছে। সেই লস কাটাতে হবে। সকলকে আন্তরিকভাবে কাজ করেই এই লস থেকে উন্নয়ন ঘটাতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি  বলেন, ‘খালেদা জিয়া জনবিচ্ছিন্ন হয়ে ইফতার মাহফিলের মতো পবিত্র অনুষ্ঠানে আবোল-তাবোল বকছেন। এসবের জবাব আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ দেবে।’

সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ প্রমুখ। ডিপিডিসি শ্রমিক লীগের সভাপতি আমিনুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা শেষে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়।

/পিএইচসি/এপিএইচ/