বাজেট প্রত্যাখ্যান করেছে জামায়াত


জামায়াতে ইসলামী
জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হওয়া ২০১৭-১৮ অর্থবছরের বাজেটকে ‘জনস্বার্থ বিরোধী অর্থ বিল ও বাজেট’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার বিকালে এক বিবৃতিতে জামায়াত নেতা বলেন, ‘অর্থমন্ত্রী এ বাজেটকে তার জীবনের শ্রেষ্ঠ বাজেট বলে উল্লেখ করলেও তার এ বক্তব্য ব্যবসায়ীসহ জনগণের কাছে মোটেই গ্রহণযোগ্য নয়। এবারের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী ১৫ শতাংশ ভ্যাট, ব্যাংকে গচ্ছিত আমানতের ওপর আবগারি শুল্ক আরোপসহ বেশ কিছু জনস্বার্থ বিরোধী প্রস্তাব উপস্থাপন করায় তা সমালোচনার মুখে পড়েছে।’
বিশেষ কিছু সংশোধনী আনার প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশেষ করে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় জনগণ পেরেশান হয়ে পড়ে। আগামী সংসদ নির্বাচনে জনগণের তোপের মুখে পড়ার হাত থেকে বাঁচতে শেখ হাসিনা বাজেটে ওইসব সংশোধনী আনতে বাধ্য হয়েছেন। জনগণ সরকারের এসব ভেজাল ও ধোঁকাবাজি ভালো করেই বোঝে। নির্বাচনি বৈতরণি পার হবার উদ্দেশেই প্রধানমন্ত্রী এসব পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।
জামায়াত নেতার অভিযোগ, ব্যাপক লুটপাট এবং নির্বাচনি বৈতরণি পার হওয়ার জন্য শুভঙ্করের ফাঁকির এই বাজেট জনগণ গ্রহণ করেনি। উপরন্তু সব মহলই তা প্রত্যাখ্যান করেছে।
জামায়াত সেক্রেটারি আহ্বান জানান, জনগণকে নিজ স্বার্থ রক্ষায় সব ভাওতাবাজি ও চোখ রাঙানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

/এসটিএস/এসটি/