মাঠ গরম করতেই খালেদা জিয়া কথা বলছেন: নাসিম

অহেতুক মাঠ গরম করার জন্যই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কথা বলছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘এসব কথা কোনও কাজে আসবে না। সঠিক সময়েই নির্বাচন হবে। অযথা মাঠ গরম করা বক্তব্য ও সন্ত্রাসীমূলক কাজ করে লাভ নেই। নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময়েই হবে।  ১৪ দল ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের ভোটের মাধ্যমে আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে।’

১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সমন্বয়ক মোহাম্মদ নাসিম (ছবি: ফোকাস বাংলা)রবিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন নাসিম।

মোহাম্মদ নাসিম বলেন, ‘বাজেট নিয়ে জনগণের অনুভূতি ও মনোভাবকে বুঝেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য আবগারি শুল্ক স্থগিত ও ভ্যাট আইন বাতিল হওয়ায় বিএনপির মুখ বন্ধ হয়ে গেছে।’

'ভ্যাট আইন বাতিল ও আবগারি শুল্ক স্থগিত করে আগামীতেও ক্ষমতায় আসার ইঙ্গিত' বিএনপির এই বক্তব্যের জবাবে নাসিম বলেন, ‘যা জনগণের জন্য কল্যাণকর তাই করে এই সরকার। সে কারণে যদি জনগণ আমাদের ভোট দেয় তবে আমাদের কী বা করার আছে?’

হলি আর্টিজান বেকারিতে হামলার বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এই ঘটনা মানুষের মনে ব্যাপকভাবে নাড়া দিয়েছে। সরকার ও  প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় এদের যাত্রাপথ অনেকটা দূর্বল হয়েছে কিন্তু নিঃশেষ হয়ে যায় নি। এদেরকে চিরতরে নির্মূল করতে হলে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। তা না করে শুধু সরকার ও প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে চলবে না।’

এ সময় সদ্য প্রয়াত গেরিলা মুক্তিযোদ্ধা শহীদুল হক মামা, সঙ্গীত শিল্পী সুধীন দাশের প্রয়ানে শোক প্রকাশ করে ১৪ দল।

সংবাদ স্মমেলনে আন্তর্জাতিক জার্নালে বিশ্বের ১৮ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম আসায় ১৪ দলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদ একাংশের সাধারণ সম্পাদক শিরীন আখতার প্রমুখ।

/পিএইচসি/এসএনএইচ/