বিএনপির মুখে অন্য দলের দুর্নীতির অভিযোগ হাস্যকর: হাছান মাহমুদ

হাছান মাহমুদ (ফাইল ফটো)বিএনপির মতো দুর্নীতিবাজ রাজনৈতিক দলের নেতাদের মুখে অন্য দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহামুদ। তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি দুর্নীতি ও লুটপাটের। তারা দুর্নীতি ও লুটপাটের কারণে ইতোমধ্যে জালিয়াতি দলে পরিণত হয়েছে। তাই দুর্নীতির পাহাড়ে বসে অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মানায় না, এটা হাস্যকর।’

মঙ্গলবার (৪ জুলাই) ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাছান মাহামুদ বলেন, ‘জালিয়াতি দল হিসেবে বিএনপির যে তকমা লেগেছে অন্য দলের নামে দুর্নীতির অভিযোগ করার আগে তাদেরকে সেই তকমা থেকে বেরিয়ে আসতে হবে।’

ফরহাদ মজহারের বিষয় হাছান মাহামুদ বলেন, ‘ফরহাদ মজহারের নিখোঁজ হওয়ার ঘটনাটি রহস্যজনক। আইন-শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে তদন্ত করছে। তদন্তের মাধ্যমে সত্য ঘটনা নিশ্চয়ই বেরিয়ে আসবে। তবে তাকে মাত্র ১৮ ঘণ্টায় উদ্ধার করায় আইন-শঙ্খলা বাহিনী ও সরকারকে ধন্যবাদ।’

মওদুদের বিষয়ে হাছান মাহামুদ বলেন, ‘জালিয়াতির মাধ্যমে মওদুদ বাড়ি দখল করে রেখেছিলেন। সরকার নিশ্চয়ই ভেবে দেখবে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যায়।’

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলি, বন ও পরিবশে বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় নেতারা।

/পিএইচসি/এআর/এসএনএইচ/