কাশ্মিরে তীর্থযাত্রীদের ওপর হামলায় নিন্দা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের অমরনাথে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উগ্র চরমপন্থার বিরুদ্ধে ভারতের সঙ্গে কাজ করতে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। সোমবার (১১ জুলাই) জম্মু ও কাশ্মিরের অমরনাথের উদ্দেশ্যে তীর্থযাত্রী একটি বাসে নৃশংস সন্ত্রাসী হামলায় নারী-পুরুষসহ সাত জন নিহত ও অনেকে আহত হন। এ ঘটনা জানতে পেরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বার্তা পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বর্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এই নির্মম হামলায় গভীরভাবে শোকাহত।’
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদ ও উগ্র চরমপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এবং এ ধরনের বর্বর কর্মকাণ্ডের নিন্দা জানায়। ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে এই অঞ্চল ও অন্যান্য অঞ্চল থেকে এ ভয়াবহতা নির্মূলে অভিন্ন প্রয়াসে আমরা একযোগে কাজ করে যাবো।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর মাধ্যমে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে আহত তীর্থযাত্রীদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।সূত্র-বাসস।

/এসএমএ/