ফের পাঠ্যসূচিতে পরিবর্তনের চেষ্টা জনতা রুখে দেবে: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশপাঠ্যসূচিতে ফের পরিবর্তন আনার চেষ্টা করা হলে তা ঈমানদার জনতা রুখে দেবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। সোমবার (৩১ জুলাই) বিকালে পুরানা পল্টনে দলের মিলনায়তনে ইসলামী আন্দোলনের এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সভায় মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘সিলেবাসে আবারও পরিবর্তন আনতে বামপন্থী, নাস্তিক মুরতাদদের চক্রান্ত সহ্য করা হবে না। জাতিকে ইসলামশূন্য করার চক্রান্ত দেশের ঈমানদার জনতা আগের মতো রক্ত দিয়ে প্রতিহত করবে। রাজপথে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে।’
মাওলানা ইউনুছ আরও বলেন, ‘বিতর্কিত শিক্ষানীতি, শিক্ষা আইন ও পাঠ্যসূচির মাধ্যমে মুসলমানের দেশে মুসলমানিত্ব ধ্বংস করে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার স্বপ্ন কোনোদিন পূরণ করতে দেবে না মুসলমানরা। ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানানোর চক্রান্ত নিয়ে কৌশলে সিলেবাসের মাধ্যমে নতুন প্রজন্মকে ঈমানহারা করার চেষ্টা করা হচ্ছে।’
সভায় উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন, সহকারী মহাসচিব আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

আরও পড়ুন-

জাসদে নারী নেতৃত্ব ১২ শতাংশ

বিএনপির ব্যয়ের চেয়ে আয় বেশি

ইসিতে হিসাব জমা দিলো বাংলাদেশ ন্যাপ

/সিএ/