বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান: সিপিবি

সিপিবিদেশব্যাপী বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় গভীর উদ্বেগ প্রকাশ করে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম।

সোমবার (১৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সিপিবির কর্মীদের পানিবন্দি মানুষকে উদ্ধার, চিকিৎসা সেবা-শুশ্রুষা, পানীয় জল সরবরাহ নিশ্চিতকরণ ও ত্রাণ সামগ্রী সংগ্রহ করে তা দুর্গতদের মধ্যে বিতরণ ইত্যাদি মানবিক কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা দিয়েছেন দলের সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা সব দেশপ্রেমিক, প্রগতিশীল, মানবদরদী শক্তি ও ব্যক্তিকে সহায়তার হাত নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আবেদন জানিয়েছেন।

জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান,আশ্রয়কেন্দ্র স্থাপন, লঙ্গরখানা চালু ও ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয় বিবৃতিতে। সরকারকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী নিয়ে দুর্গম এলাকা পর্যন্ত সহায়তা কার্যক্রম পরিচালনা ও ত্রাণ বণ্টনে বিন্দুমাত্র দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানান সিপিবির নেতারা।

বিবৃতিতে আরও বলা হয়, পরিবেশ-প্রকৃতির ওপর মুনাফালোভী লুটেরাদের বেপরোয়া হস্তক্ষেপ ও আগ্রাসনের কারণে আমাদের দেশের নদ-নদী, খাল-বিল ভরাট হয়ে যাওয়া, বিশ্বময় তাপমাত্রা বৃদ্ধিসহ প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হওয়া ইত্যাদি ঘটনার ফলে বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়ে এ দেশের কোটি কোটি মানুষকে চরম বিপর্যয়ে নিক্ষেপ করেছে।

এতে আরও বলা হয়, বিশ্বের সব দেশই এসব কারণে আজ  মহাবিপদের সম্মুখীন। এই বিপদ থেকে ধরিত্রীকে রক্ষার জন্য প্যারিস চুক্তির মাধ্যমে বিশ্ব সম্প্রদায় যে কর্তব্য পালনের অঙ্গীকার করেছিল, যুক্তরাষ্ট্র তা থেকে বিশ্বাসঘাতকতামূলকভাবে বেরিয়ে আসায় সে বিপদ আবার ঘনীভূত হয়েছে।

/এসটিএস/এএম/