বিএনপির কেন্দ্রীয় ত্রাণ কমিটি গঠিত

বিএনপির ত্রাণ কমিটির বৈঠকসারাদেশে ব্যাপক বন্যায় বন্যাদুর্গত অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় ত্রাণ কমিটি গঠন করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে দলটির কার্যালয়ে এক সভায় এ কমিটি গঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বায়ক, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে প্রধান সমন্বয়কারী ও ত্রাণ বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিনকে সদস্য সচিব করা হয়েছে এই কমিটিতে।
ত্রাণ কমিটির সদস্যরা হলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মাহবুবের রহমান শামীম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নজরুল ইসলাম মঞ্জু, আসাদুল হাবিব দুলু, ডা. শাখাওয়াত হাসান জীবন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহানা শিরিন, শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক, সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলি ও কেন্দ্রীয় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকেরা। ত্রাণ কার্যক্রমের জন্য ঢাকা বিভাগ, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগীয় কমিটি হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, আগামী ২০ আগস্ট নাটোর অঞ্চলে ত্রাণ বিতরণ করা হবে। সেখানে প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া আজ (বৃহস্পতিবার) রাতেই বিএনপির উপদেষ্টা ডা. এ জেড জাহিদ হোসেনের নেতৃত্বে একটি চিকিৎসা দল সৈয়দপুর, নীলফামারী ও দিনাজপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন। বন্যাকবলিত অঞ্চলে তার নেতৃত্বে চিকিৎসা সেবা দেওয়া হবে।
/এসটিএস/টিআর/