জঙ্গি ইস্যু টিকিয়ে রাখা হচ্ছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)জঙ্গি ইস্যু টিকিয়ে রাখা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) বিকালে উত্তরার ৪ নম্বর সেক্টরের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমার কেন জানি মনে হয়, দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র হচ্ছে। সরকার একবার বলছে আমরা জঙ্গি নিয়ন্ত্রণ করে ফেলেছি। আবার জঙ্গি ইস্যু টিকিয়েও রাখা হচ্ছে। জঙ্গি হিসেবে যাদের ধরা হচ্ছে, তাদের জবাবদিহি না করে হত্যা করে ফেলা হচ্ছে। যা কোনও সমাধান নয়। এ বিষয়ে দ্রুত সুষ্ঠু তদন্ত দরকার।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জঙ্গি ইস্যু একটি স্পর্শকাতর বিষয়। সমস্যা হচ্ছে, সরকারকে আমরা বলছি যাকে ধরছেন তাকে না মেরে সঠিক সুনির্দিষ্ট তদন্ত করুন। খুঁজে বের করুন– কে বা কারা এই জঙ্গিবাদে অর্থের যোগান দিচ্ছে, এদের সঙ্গে কারা আছে। তাদের পরিচয় জনগণের সামনে তুলে ধরুন। কিন্তু সরকার তা না শুনে যাকেই ধরছে, তাকেই মেরে ফেলছে। আর এই মেরে ফেলাতে সন্দেহ তৈরি হচ্ছে। অনেক গল্পও আছে।’ তিনি আরও বলেন, ‘আমার কেন জানি মনে হয়–বাংলাদেশকে কি একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে?’