জাতিসংঘ কার্যালয়ের সামনে গণসংহতির বিক্ষোভ কাল

রোহিঙ্গাদের ওপর গণহত্যা বন্ধ ও মিয়ানমারে তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপের দাবিতে ঢাকায় জাতিসংঘ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে গণসংহতি আন্দোলন।

আগামীকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ে জাতিসংঘ কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ হবে। পরিকল্পনা কমিশন অফিসের সামনে থেকে বিক্ষোভপূর্ব জমায়েত ও সমাবেশের প্রস্তুতি শুরু হবে। দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দীপক রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠেয় বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবেন সংগঠনের নেতা ফিরোজ আহমেদ, আবুল হাসান রুবেল, তাসলিমা আখ্তার, বাচ্চু ভূঁইয়া, আবু বকর রিপন,জুলহাস নাইন বাবু,আরিফুল ইসলাম প্রমুখ।