খাদ্যমন্ত্রীকে বরখাস্ত করুন, ড. ইউনূসকে কাজে লাগান: কাদের সিদ্দিকী

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সমাবেশে কাদের সিদ্দিকী

রোহিঙ্গা সংকটের ভেতরেই মিয়ানমার থেকে চাল আনতে যাওয়ায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে বরখাস্ত করা ও এ সমস্যার সমাধানে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।  ড. কামাল হোসেন ও ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

বর্তমান সরকারের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্যের চেষ্টা করুন।  এ সুযোগ আর পাবেন না।  রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নিন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘দেশে ফিরে খাদ্যমন্ত্রীকে বরখাস্ত করুন।’ তিনি আরও বলেন, ‘কোনও লজ্জা থাকলে এ সময়ে কেউ মিয়ানমার থেকে কিছু আনতে যায় না।  এটা বুদ্ধিহীনের কাজ, এটা বিবেচনাহীন কাজ।’

কাদের সিদ্দিকী বলেন, ‘সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে মিয়ানমারে পাঠিয়ে রোহিঙ্গাদের সমস্যা সমাধানে কূটনৈতিক কার্যক্রম শুরু করা হোক।’ তিনি আরও বলেন,  ‘ড. মুহাম্মদ ইউনূসকে কাজে লাগান।  যা হয়েছে তা হয়েছে, এখন এসব ভুলে যান।’

বক্তব্যে বিএনপির ত্রাণ আটকে দেওয়ায় সমালোচনা করেন কাদের সিদ্দিকী।  সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘সংকীর্ণতা ছেড়ে দিন। রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে সবাইকে সুযোগ দিন।’