জাপার সঙ্গে ইসির সংলাপ শুরু

2fc5716285624cbebdc561b1afc1f6fc-59da5ae6af6ddসংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে এ সংলাপ শুরু হয়। এ সময় নির্বাচন কমিশনাররা ছাড়াও ইসির ভারপ্রাপ্ত সচিব উপস্থিত ছিলেন।

সংলা‌পে জাতীয় পা‌র্টির চেয়ারম্যান হু‌সেইন মুহম্মদ এরশা‌দের নেতৃত্বে ২৬ সদস্যের প্রতিনি‌ধি দল অংশ নিয়েছেন। তবে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ সংলাপে অসেননি।

গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে সংলাপ করে ইসি। ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হয়েছে। ইতোমধ্যে ২৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে ইসি।

আরও পড়ুন:
যশোরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হবে: পুলিশ সুপার
যশোরের আস্তানায় জঙ্গি মারজানের বোন থাকতে পারে: ডিআইজি
জঙ্গি আস্তানার ভবন থেকে পাঁচটি পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে: পুলিশ সুপার