খালেদা আসছেন, বিমানবন্দর এলাকায় জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

খালেদা জিয়াকে সংবর্ধনা জানাতে এসেছেন স্ত্রীসহ মির্জা আব্বাসবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে বুধবার বিকালে ঢাকায় আসছেন। তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর এলাকায় জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (১৮ অক্টোবর) দুপুর তিনটার পর থেকেই বিমানবন্দর এলাকায় জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।

বিমানবন্দর সড়কে ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দলসহ কয়েকটি সংগঠনের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এ সময় তাদের হাতে ব্যানার, ফেস্টুনও লক্ষ্য করা গেছে।

বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা জানিয়েছেন, ‘গণতন্ত্রের সৈনিক’ দলীয় প্রধান খালেদা জিয়াকে স্বাগত জানাতে তারা এখানে এসেছেন।

বিমানবন্দর এলাকায় ব্যানার নিয়ে মহিলা দলের কর্মীরাএদিকে বিমানবন্দর এলাকার কড়া নিরাপত্তা দিতে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে এবং ভিভিআইপি গেটে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে।

বিমানবন্দরে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বিশিষ্টজনরাও উপস্থিত থাকবেন।

দলীয় সূত্র জানায়,বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কের দুই পাশে দাঁড়িয়ে ফুলেল শুভেচ্ছা জানাবেন বিএনপি ও সহযোগী সংগঠনসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।

ভিআইপি টার্মিনাল এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তাতিন মাসের বেশি সময় লন্ডন থাকার পর হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডনের স্থানীয় সময় মঙ্গলবার (১৭ অক্টৈাবর) রাত ১০ টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত তিনটা ১৫ মিনিট) খালেদা জিয়াকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি (ইকে-৫৮৬) হিথ্রো বিমান বন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যায়। বুধবার বিকাল ৫টা ২০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। 

উল্লেখ্য,চলতি বছরের ১৬ জুলাই খালেদা জিয়া লন্ডন যান। সেখানে তিনি পা, হাঁটু ও চোখের চিকিৎসা করান বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।