রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে বাধ্য করার আহ্বান বাম জোটের

বাম দলগুলোর সংবাদ সম্মেলনরোহিঙ্গা সমস্যার উৎস এবং সমাধান দুটোই মিয়ানমারে। কাজেই এ সমস্যার সমাধানে মিয়ানমার সরকারের ওপর জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের চাপ সৃষ্টি করতে হবে। পাশাপাশি কফি আনান কমিশনের সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন করার দাবি জানিয়েছে বাম দলগুলোর জোট।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। পুরনো পল্টনে সিপিবি কার্যালয়ে বামদলগুলোর জোট সিপিবি-বাসদ-বাম মোর্চা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল।

সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য রাখেন গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবি’র সাধারণ সম্পাদক শাহ আলম।
এতে বলা হয়, আগামী ২২ অক্টোবর সকাল ১১টায় জাতিসংঘের ঢাকাস্থ বাংলাদেশ কার্যালয়ে এ পর্যন্ত সংগৃহীত লক্ষাধিক গণস্বাক্ষর জমা দেওয়া হবে। রোহিঙ্গা সমস্যা সমাধানে ৫টি দাবিতে জাতিসংঘের মহাসচিবের কাছে স্মারকলিপি পেশের জন্য সারাদেশে সিপিবি-বাসদ,বাম মোর্চা গণস্বাক্ষর অভিযান পরিচালনা করে। গণস্বাক্ষর অভিযানে জনগণের অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাসদ-এর কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার,সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক।