তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা: প্রতিবাদ ও বিক্ষোভ


শাহবাগে ছাত্রদলের বিক্ষোভদলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ জানিয়েছে বিএনপি। সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর নয়া পল্টনে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভও করেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের হওয়া একটি মিথ্যা রাষ্ট্রদ্রোহের মামলায় আজ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। যা সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানিমূলক।’

এদিকে তারেক রহমানের বিরুদ্ধে রায় আসার পর নয়া পল্টনে ঝটিকা বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা। কিছু নেতাকর্মী নিয়ে আরেকটি বিক্ষোভ হয় শাহবাগ এলাকায়।

নয়া পল্টনে ছাত্রদলের বিক্ষোভ
পল্টন পার্টি অফিসের সামনে থেকে শুরু হওয়া মিছিল পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। এই মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হুমায়ুন কবির, সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও নাহিদুল ইসলাম সুহাদসহ অনেকে অংশ নেন।

শাহবাগে আরেকটি মিছিলে অংশ নেন ছাত্রদলের সহসভাপতি এজমল হোসেন পাইলট ও তার অনুসারীরা।

ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী জানান, দেশের বিভিন্ন স্থানে তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।