বিদেশি অতিথিদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক আজ

খালেদা জিয়া (ফাইল ফটো)বাংলাদেশে সফররত বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (৬ নভেম্বর) সকাল পৌনে এগারোটায় বাংলাদেশ সফররত মার্কিন যুক্তরাষ্ট্র এবং সন্ধ্যা সাড়ে সাতটায় কানাডা সংসদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন তিনি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার সকাল পৌনে এগারোটায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সেক্রেটারি থমাস শ্যানন। বৈঠকে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। দু'দিনের সফরে বাংলাদেশে এসেছেন থমাস এ শ্যানন। এই সফরে তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপে অংশ নেবেন। এছাড়াও দেশের কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

বিএনপির গণমাধ্যম উইংয়ের আরেক সদস্য শামসুদ্দিন দিদার জানান, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় গুলশানের কার্যালয়ে কানাডিয়ান সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।  এই বৈঠকটিও যথারীতি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:
ট্রাম্পের এশিয়া সফর কেন এত গুরুত্বপূর্ণ?