X
শুক্রবার, ১৩ জুন ২০২৫
৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে: ওয়ার্কার্স পার্টির অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৪, ১৮:৪৪আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৮:৪৪

‘ক্ষমতাসীন আওয়ামী লীগ কতৃর্ক নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার যে সিদ্ধান্ত, বহু আলোচনার পর সেক্ষেত্রে যে অগ্রগতি সাধিত হয়েছিল, তাও পিছিয়ে গেলো। এর প্রতিক্রিয়া ওয়ার্কার্স পার্টিসহ সব দলের ওপরে পড়েছে,’ বলে জানিয়েছে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো।

সোমবার (২৯ এপ্রিল) ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর দিনব্যাপী সভায় এ মত প্রকাশ করা হয়। পলিট ব্যুরো আশঙ্কা প্রকাশ করেছে, ‘সব উপজেলা নির্বাচন এমন এক অরাজনৈতিক রূপ নিয়েছে— সেখানে কেবল টাকা, পরিবারতন্ত্র, প্রশাসনকে ব্যবহার করার বিষয়ই প্রধান হিসেবে দাঁড়িয়েছে। এখানে রাজনীতি, জনগণ, তাদের ভোটাধিকার প্রয়োগ এসব বিষয় অপ্রধান। পাশাপাশি বিএনপি-জামায়াতসহ দক্ষিণ ও কথিত বামপন্থীদের এ ক্ষেত্রেও নির্বাচন বর্জন— এই বি-রাজনীতিকরণ প্রক্রিয়াকেই জোরদার করছে। ফলে সামগ্রিক নির্বাচনি ব্যবস্থা সম্পর্কে জনগণের যেটুকু উৎসাহ অবশিষ্ট ছিল— এই উপজেলা নির্বাচনের মধ্যদিয়ে তাও দুরীভূত হবে।’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো বলেছে, আসন্ন উপজেলা নির্বাচনকে সাধারণ মানুষ বিশেষ করে সাধারণ রাজনৈতিক কর্মীদের বাইরে বিত্তবানদের খেলায় পরিণত করা হয়েছে। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস- চেয়ারম্যান পদে জামানতের অঙ্ক লাখ টাকায় উন্নীত করা, নির্বাচনে রঙিন পোস্টার ব্যবহারসহ নির্বাচন কমিশন উপজেলা নির্বাচন বিধিতে যে সব পরিবর্তন এনেছে, তাতে নির্বাচনে সাধারণ রাজনৈতিক কর্মীদের অংশগ্রহণ একেবারেই দুঃসাধ্য।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত পলিটব্যুরোর সভায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসন বাদশা, পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, কামরূল আহসান, মুস্তফা লুৎফুল্লাহ, অধ্যাপক নজরুল ইসলাম হক্কানী, আলী আহমেদ এনামুল হক এমরান উপস্থিত ছিলেন।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
৫ দিনের রিমান্ডে মেনন
আমু, সালমান, দীপু মনিসহ নতুন মামলায় গ্রেফতার ৯ 
ইনু ও মেননকে বিচারিক হত্যার ষড়যন্ত্র হচ্ছে: ছাত্রলীগ
সর্বশেষ খবর
‘বিমান দুর্ঘটনা আমাকে আবার ট্রমায় ফেলেছে’
‘বিমান দুর্ঘটনা আমাকে আবার ট্রমায় ফেলেছে’
ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: গ্রেফতার ৪ জন রিমান্ডে
ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: গ্রেফতার ৪ জন রিমান্ডে
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৫৬৭
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৫৬৭
দুই উপজেলায় ১৪৪ ধারা
দুই উপজেলায় ১৪৪ ধারা
সর্বাধিক পঠিত
নিহতদের পরিবারকে এক কোটি রুপি করে দেবে টাটা গ্রুপ
নিহতদের পরিবারকে এক কোটি রুপি করে দেবে টাটা গ্রুপ
নিজ এলাকায় অবরুদ্ধ নুর, সেনাবাহিনী যাওয়ার পর ফিরলেন ডাকবাংলোয়
নিজ এলাকায় অবরুদ্ধ নুর, সেনাবাহিনী যাওয়ার পর ফিরলেন ডাকবাংলোয়
টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ড. ইউনূস: বিবিসি
টিউলিপ সিদ্দিকের সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ড. ইউনূস: বিবিসি
ইরানের পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার বৈশ্বিক প্রতিক্রিয়া
ইরানের পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েলি হামলার বৈশ্বিক প্রতিক্রিয়া
আলাপের আগে যে আলাপ হলো ড. ইউনূস-তারেকের মাঝে
আলাপের আগে যে আলাপ হলো ড. ইউনূস-তারেকের মাঝে