জিয়ার আদর্শের মানুষ গণতন্ত্র রক্ষায় সংকল্পবদ্ধ: খালেদা জিয়া

খালেদা জিয়াবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘বিদেশি শক্তির এদেশীয় দোসররা ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াকে হত্যা করে। জিয়া শাহাদাতবরণ করলেও তার আদর্শে বলীয়ান মানুষ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনও দৃঢ় সংকল্পবদ্ধ।’ ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সোমবার (০৬ নভেম্বর) এক বাণীতে তিনি একথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘সরকারের নতজানু নীতির কারণেই দেশের সার্বভৌমত্ব দিনের পর দিন দুর্বল হয়ে পড়ছে। গোপন চুক্তি সম্পাদন করে আমাদের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করে প্রভুত্ব কায়েমের বেপরোয়া কার্যক্রম অব্যাহত আছে।’

তিনি আরও বলেন, ‘তারা (সরকার) গণতন্ত্রের পক্ষের লড়াকু নেতাকর্মীদের বীভৎস নির্মমতায় দমন করছে, বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারগুলোকে নির্দয় ফ্যাসিবাদী শাসনের যাঁতাকলে পৈশাচিকভাবে পিষ্ট করছে।’

এ অবস্থা থেকে উত্তরণে তিনি ৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুজ্জীবিত করা এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।