‘নারে ভাই হাত দেখাবো না’

আদালতে খালেদা জিয়া (ছবি: নাসিরুল ইসলাম)

দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজের অসমাপ্ত বক্তব্য দিতে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) আদালতে হাজির হন বিএনপির সভানেত্রী খালেদা জিয়া। চতুর্থদিনের মতো নিজের কথা আদালতে বলে বের হওয়ার সময় ফটোসাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এসময় গাড়িতে ঢোকার সময় ভালো ছবি না পাওয়ায় ফটোসাংবাদিকরা তাকে উদ্দেশ করে হাত দেখানোর অনুরোধ করলে খালেদা জিয়া বলেন, ‘নারে ভাই হাত দেখাবো না।’ 

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে বৃহস্পতিবার বেলা ১১ টা ৩৯ মিনিটে খালেদা পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে আসেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান, জয়নুল আবেদীনসসহ অর্ধশতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

আদালতে আজ আত্মপক্ষ সমর্থনে চতুর্থ দিনের মতো বক্তব্য রেখেছেন তিনি। তবে তা আজও সমাপ্ত না হওয়ায় খালেদা জিয়ার বক্তব্য শেষ করার জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।