নিখোঁজ চার ব্যক্তির সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিয়েছে ছাত্রদল

ছাত্রদলবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে দলের নিখোঁজ চার ব্যক্তির সন্তানদের উচ্চশিক্ষা পর্যন্ত আজীবন পড়ালেখার দায়িত্ব নিয়েছে ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ।
মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় মহানগর দক্ষিণ ছাত্রদলের অফিসে এক অনুষ্ঠানে ছাত্রদলের পক্ষে এ দায়িত্ব গ্রহণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি হামিদুর রহমান হামিদ।
ঢাকা মহানগর দক্ষিণের নিখোঁজ ৯টি পরিবারের মধ্যে এই চারটি পরিবারের সন্তানরা রয়েছে, যাদের পড়ালেখার জন্য প্রতিমাসে আর্থিক ব্যয় বহন করবে সংগঠনটি।
এই চারটি পরিবারের সন্তানরা হচ্ছে- বংশাল থানা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. সোহেলের নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে সাহাম রাজ এবং সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সোনালী, বংশাল থানা ছাত্রদলের সদস্য মো. চঞ্চলের ছয় বছরের ছেলে ইকরাম হোসেন আহাদ, ৭৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি খালেদ হাসান সোহেলের আট বছরের ছেলে সাদমান শিহাব আরিয়ান, ৭১ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি পারভেজ হোসেনের পাঁচ বছরের মেয়ে রিদি হোসেন।

ছাত্রদল দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন বলেন, ‘গুম হওয়া পরিবারগুলো যেন আমাদের রাজনৈতিক হাতিয়ার না হয়। তারা আমাদের লড়াই-সংগ্রামের প্রেরণা ও বেঁচে থাকার শক্তি যোগাবে।




আরও পড়ুন:

তিন ক্যাটাগরিতে ১০০ আসন ভাগ করবে বিএনপি