জয় নিয়ে ঢাকা ফিরছেন এরশাদ

ভোট দিচ্ছেন এরশাদরংপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার বিজয় নিশ্চিত করেই ঢাকা ফিরছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গত সোমবার (১৮ ডিসেম্বর) রংপুরে যান প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্বরত এই নেতা। শুক্রবার (২২ ডিসেম্বর) সৈয়দপুর থেকে বিমানে ঢাকায় ফিরবেন জাপার চেয়ারম্যান। তার রাজনৈতিক সচিব সুনীল শুভরায় এ তথ্য জানান।

এর আগে গত সোমবার এরশাদ রংপুর গেলে বিএনপি অভিযোগ করে, রংপুরে এরশাদের আগমনে নির্বাচনি বিধিবিধান লঙ্ঘন হয়েছে। ওই দিনই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  সাংবাদিকদের জানান, ‘এরশাদ রংপুরে গেছেন প্রভাব বিস্তার করতেই।’ পরবর্তীতে একাধিকবার বিএনপির সিনিয়র নেতারা বিষয়টিকে নেতিবাচকভাবে দেখেছিলেন।

জাপার নেতারা জানিয়েছেন, এরশাদ ভোট দিতেই রংপুরে গেছেন এবং ভোট দিয়ে তিনি ঢাকায় ফিরবেন।

দলের কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘জাপার চেয়ারম্যান রংপুরে এসেছেন ভোট দিতে। তিনি এখানে কোনও প্রভাব বিস্তার করেননি। তার অবস্থানের মধ্যদিয়ে বিধিবিধানও লঙ্ঘন হয়নি।’

প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায় জানান, শুক্রবার সৈয়দপুর থেকে বিমানে ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে জাপা চেয়ারম্যানের ।

জাপার নেতাকর্মীরা বলছেন, রংপুর হচ্ছে লাঙলের ঘাঁটি। আগামী নির্বাচনের আগে এই বিজয় জাপার রাজনীতিকে আরও  পোক্ত করবে বলেও মত দেন অনেকে।

এ বিষয়ে জাপার প্রেসিডিয়ামের সদস্য এসএম ফয়সল চিশতী বলেন, ‘রংপুর হচ্ছে এরশাদের ঘাঁটি। এই শহর থেকে তার রাজনৈতিক ভিত্তির শুরু। এই স্থানীয় নির্বাচনের বিজয় নিঃসন্দেহে আগামী সংসদ নির্বাচনেও প্রভাব রাখবে। জাপার রাজনীতিকে আরও প্রাসঙ্গিক করলো রংপুর সিটি করপোরেশন।