জঙ্গিদের সঙ্গী খালেদাকে নির্বাচনের বাইরে রাখতে হবে: ইনু

 

জাতীয় পার্টি (জেপি)-র প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জঙ্গি বলে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘রাজাকার, সন্ত্রাস, জঙ্গিদের সঙ্গী খালেদাকে নির্বাচনের বাইরে রাখতে হবে, আবার ব্যাংকলুটেরাদের শায়েস্তা করতে হবে।’

সোমবার (১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে জাতীয় পার্টি (জেপি) আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘জঙ্গিরা হচ্ছে খুনিচক্র, আর বাজারলুটেরা ও ব্যাংকলুটেরা হলো ইঁদুর সম্প্রদায়। ইঁদুর ভেতর থেকে কাটে, আর জঙ্গিরা বাইরে থেকে আক্রমণ করে। সুতরাং খালেদা জিয়া বাইরে থেকে আক্রমণ করছে, আর বাজারলুটেরা ভেতর থেকে কাটছে। কেটে ঝাঁঝরা করে দিচ্ছে এই ইঁদুর সম্প্রদায়। এদের নির্মূল করতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়ার নির্বাচন বানচাল করার চক্রান্ত ভেস্তে যেতে দিতে হবে। রাজাকার, সন্ত্রাস, জঙ্গিদের সঙ্গী খালেদাকে নির্বাচনের বাইরেও রাখতে হবে, আবার ব্যাংকলুটেরাদের শায়েস্তা করতে হবে। এই দুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আমাদের জন্য।’

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ অন্য নেতারা।