ডিএনসিসি উপনির্বাচনে ২০ দলীয় জোট একক প্রার্থী দেবে: রিজভী

ছাত্রদলের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রিজভীঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের উপনির্বাচনে ২০ দলীয় জোট একক ও অভিন্ন প্রার্থী দেবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘গুম খুনের আতঙ্কে জনজীবন দুর্বিষহ। এসবের হাত থেকে তাদের উদ্ধার করতে হবে। এজন্যই আমরা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ২০ দলীয় জোট একক ও অভিন্ন প্রার্থী নিয়ে এই নির্বাচনে অংশ নেবে।’
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক প্রতিবাদ সভায় রিজভী এ ঘোষণা দেন।
এসময় রুহুল কবির রিজভী নেতা বলেন, ‘ক্ষমতাসীন দলের ছাত্রলীগ নেতার ছয় কোটি টাকা দামের বাড়ি, আরেক সাবেক নেতা ব্যাংকের পরিচালক। এগুলা নিয়ে সরকারের কেউ কথা বলে না। শুধু কথা হয় আমাদের নেত্রী খালেদা জিয়াকে নিয়ে। মিথ্যা, বানোয়াট মামলা দিয়ে সপ্তাহে দুইবার তাকে হাজিরা দিতে বলে হয়রানি করা হয়। এ সরকারের লজ্জা নেই। লজ্জার বোরখা ছিঁড়ে গেছে।’
রিজভী আরও বলেন, ‘সরকার বলে, বিএনপি আমলে নাকি জঙ্গির সৃষ্টি হয়েছে। এভাবে ভুলে গেলে চলবে? উদীচীর ঘটনা ভুলে গেছেন? জঙ্গি হামলার সঙ্গে আওয়ামী লীগের যোগসূত্র আছে। বিএনপির ওপর দায় চাপিয়ে দিয়ে জনগণের আস্থা নিতে চায় তারা। এই সরকারের কাজই আরেকজনকে অপবাদ দেওয়া, হেনস্থা করা।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, ‘‘উনার কথা শুনলে সুকুমার রায়ের কবিতা মনে পড়ে— ‘মাথায় যাদের গোল বেঁধেছে, পাগল বলে তাদের’। উনার মাথায় গোল বেঁধে উনি পাগল হয়ে গেছেন। তাই উল্টাপাল্টা কথা বলেন।’’
রাষ্ট্রপতি আবদুল হামিদের সমালোচনা করে রিজভী বলেন, ‘‘একটি সমাবর্তন অনুষ্ঠানে তিনি নিজেই বলেছেন— ‘আমি রামছাত্র’। আমরা জানি, গরু এবং ছাগলের মাঝখানে একটি ব্যাপার থাকে; তা হলো— রামছাগল। যে সরকারের রাষ্ট্রপতি রামছাত্র, সেই সরকার তাহলে রামসরকার। রাষ্ট্রপতি নিজেই রামছাত্র, আর শেখ হাসিনার অধীন সরকার রামসরকার।’
আরও পড়ুন-
২৬ ফেব্রুয়ারি ডিএনসিসি’র উপনির্বাচন
ডিএনসিসি উপনির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ: সিইসি