কাউন্সিলর প্রার্থীর তালিকা চাইলো আ.লীগ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নতুনভাবে অন্তর্ভুক্ত ৩৬ ওয়ার্ডের নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশী সম্ভাব্য প্রার্থীদের তালিকা পাঠাতে বলা হয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর-দক্ষিণের সংশ্লিষ্ট নেতাদের। শনিবার (১৩ জানুয়ারি) দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা চাওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবগঠিত ওয়ার্ডগুলোতে কাউন্সিলর পদে নির্বাচন হবে। এই পদের নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের প্যানেল তৈরির জন্য ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় আলাপ-আলোচনার মাধ্যমে কমপক্ষে তিন জনের একটি প্যানেল সুপারিশ করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্যানেলটি মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণ ও জনপ্রিয়তা ইত্যাদি বিষয় বিবেচনা করবে। এসব বিষয় উল্লেখ করে কমপক্ষে তিন জনের সুপারিশ আগামী ১৫ জানুয়ারির মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে পাঠাতে হবে।
একই পদ্ধতি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড আলাপ-আলোচনার মাধ্যমে একজন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করবে।
আরও পড়ুন-
‘নির্বাচন বিএনপির অধিকার, বসাবসির কী প্রয়োজন’
মেয়র পদে আ.লীগের মনোনয়ন ফরম তুললেন আতিকুল