ডিএনসিসি নির্বাচন: বিএনপি’র প্রার্থী হতে চান মেজর আখতারুজ্জামান

মনোনয়ন ফরম নিচ্ছেন আখতারুজ্জামানঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপি’র প্রার্থী হতে চান সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। দীর্ঘদিন বিএনপির রাজনীতির বাইরে থাকা আখতারুজ্জামান রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ১০ হাজার টাকা দিয়ে ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম নেওয়ার পর তিনি বলেন, ‘খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই, তিনি আমাকে মনোনয়ন ফরম সংগ্রহ করার সুযোগ দিয়েছেন। তিনি আমাকে অনুমতি দিয়েছেন মনোনয়ন ফরম জমা দেওয়ার। পরিবর্তনের সময় আসছে। ২০১৮ সাল পরিবর্তনের বছর, পরিবর্তন হবেই।’
মনোনয়ন না পেলে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

রবিবার আরও দু’জন ফরম নিয়েছেন। তারা হলেন, বিএনপির সহ-প্রচার সম্পাদক শাকিল ওয়াহেদ ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম।
দেশের বাইরে থাকায় এম এ কাইয়ুমের পক্ষে মনোনয়ন কেনেন ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসিত আঞ্জু।
এদিকে, বেলা আড়াইটার দিকে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন ঢাকা উত্তর সিটি নির্বাচনের বিএনপির সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল।
আগামীকাল সোমবার বিকাল ৪টার মধ্যে ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়ন ফরম জমা দিতে হবে। এরপর রাত সাড়ে ৮টায় মনোনয়ন সংগ্রহকারীদের সঙ্গে সাক্ষাৎ করবে মনোনয়ন বোর্ড। এ বোর্ডের সভাপতি খালেদা জিয়া।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আগামীকাল সোমবার মনোনয়ন বোর্ডের সাক্ষাতের পর দলের মনোনীত প্রার্থী নাম ঘোষণা করা হবে।’