ডিএনসিসি উপনির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ মাসউদ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি ও কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদকে দলের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাহী পরিষদের সভায় ঢাকা উত্তর সিটি উপ-নির্বাচনে অংশ গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নিয়ে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে । এতে সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি ও কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদকে দলের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। গত ২৭ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে সংগঠনের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই তাকে মেয়র প্রার্থী হিসেবে জনসম্মুখে পরিচয় করিয়ে দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ মুহাম্মদ ফজলে বারী মাসউদ উচ্চ শিক্ষিত বহুমাত্রিক গুণের অধিকারী লেখক, গবেষক, সংগঠক, সমাজসেবক ও রাজনীতিবিদ। তিনি একাধারে হাফেজ, কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ও আরবি সাহিত্যে উচ্চ ডিগ্রিধারী এবং বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ‘এম ফিল’ সম্পন্ন করে ‘পি এইচ ডি’ ডিগ্রি অর্জনের পথে রয়েছেন।বর্তমানে তিনি রাজধানীর ভাটারার সাঈদনগরে অবস্থিত জামিয়া সাঈদিয়া করীমিয়া মাদ্রাসায়  মুহাদ্দিস ও অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।