২০১৪ সালের মতো নির্বাচন হতে দেওয়া যাবে না: গয়েশ্বর



বক্তব্য রাখছেন গয়েশ্বর চন্দ্র রায়আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০১৪ সালের মতো হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার (২২ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন,‘বাংলাদশে আর কোনও জাতীয় নির্বাচন খালেদা জিয়া ব্যতীত হতে দেওয়া হবে না। আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনও নির্বাচন হতে দেওয়া যাবে না। ২০১৪ সালের মতো নির্বাচন আর হতে দেওয়া যাবে না। নির্বাচন হলেও জনগণ তা মেনে নেবে না।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচন স্থগিতের বিষয়ে গয়েশ্বর বলেন, ‘নির্বাচনটি কারা স্থগিত করেছে, আমরা জানি। এরকম করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে আওয়ামী লীগ। তাদের কাছে তথ্য ছিল নির্বাচনে ভরাডুবি হওয়ার। তাই নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশে স্থগিত করা হয়েছে নির্বাচন।’
এসময় দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপির রূপরেখা ঠিক করতে হবে। মানসিকভাবে বিএনপিকে সবসময় প্রস্তুত থাকতে হবে। আমাদের নেতাকর্মী রাস্তায় নামলে গ্রেফতার হয়। ঘরে বসে থাকলে মামলা খায়। অনেক নেতাকর্মী দেশে আসতে পারছে না মামলার ভয়ে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’