ওবায়দুল কাদের অবরোধকে ‘উল্লাস’ বলেন: খন্দকার মোশাররফ

ওবায়দুল কাদের ও খন্দকার মোশাররফ হোসেন

‘‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবরোধ করাকে নিজেই ‘উল্লাস’ বলে প্রচার করেন’’, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সোমবার (২২ জানুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক সভায় একথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন,  ‘কয়েকদিন আগে আওয়ামী লীগের সহ-সম্পাদক পদ নিয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অবরোধ করেন তারই দলের নেতাকর্মীরা। তিনি এই অবরোধকে ‘উল্লাস’ বলেন। আর বিএনপিকে নিয়ে তিনি বলেন, বিএনপি নাকি নির্বাচনকালীন তিনটি সরকারের কথা বলে। যিনি অবরোধকে উল্লাস বলেন, তার পক্ষেই একথা বলা সম্ভব। কারণ, বিএনপি কখনও নির্বাচনকালীন তিনটি সরকারের কথা বলে নাই।’

খন্দকার মোশাররফ আরও বলেন, ‘২০১৪ সালের মতো নির্বাচন এদেশে আর হতে দেওয়া যাবে না। আগামী নির্বাচনে নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য একটা সহায়ক সরকার লাগবে। সেটা যে সরকারই হোক। তার চরিত্র হতে হবে নিরপেক্ষ। তাদের কোনও পক্ষপাতিত্ব থাকবে না। আমরা নিরপেক্ষ সরকারের কথা বলেছি। আমরা তিনটি সরকারের কথা বলি নাই। এসব কথা বলে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।’