রাষ্ট্রপতি নির্বাচনে কোনও রিট হবে না: রিজভী

প্রেস ক্লাবে রুহুল কবির রিজভীবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে কোনও রিট হবে না। নির্বাচনের তফসিল ঘোষণায় কোনও ঝামেলা হবে না। সেটা ঠিকঠাক করবে। কারণ এখানে নিজেদের লোক বসানো হবে। সেখানে সব সাজানো গোছানো।’ মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আওয়ামী লীগের উদ্দেশ্য একটাই, ফাঁকে-ফোকড়ে ক্ষমতায় টিকে থাকা। আর টিকে থাকতে গুম, খুন যা কিছু করা লাগে করবে। খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ছেলের কবরের পাশে মা যাবে, তাও আদালতে হাজিরা দেওয়ার পর এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে শেখ হাসিনা।’

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘আগামী নির্বাচন নির্দলীয় এবং নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। চোরের মায়ের বড় গলার এই সরকারকে জনগণ তালাক দিয়েছে। গরু ছাগলের ভোটে নির্বাচিত সব এমপি। সরকার আগামী নির্বাচন নিয়ে মাস্টারপ্ল্যান করেছে। আরেকটি ভোটারবিহীন নির্বাচনের মাস্টারপ্ল্যান।’