‘কোথাও বিশৃঙ্খলা হচ্ছে না, সরকার দেশকে আতঙ্কিত করে রেখেছে’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকোথাও কোনও বিশৃঙ্খলা হচ্ছে না বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘রায় শোনার জন্য যাচ্ছি। সরকার দেশকে আতঙ্কিত করে রেখেছে।’
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন। দুপুর সাড়ে ১২টার দিকে নেতাকর্মীদের নিয়ে হেঁটে বের হন তিনি। এসময় তার সঙ্গে দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় কার্যালয় থেকে বেরিয়ে হেঁটে কাকরাইল পর্যন্ত এসে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিশৃঙ্খলা করছি না, বিশৃঙ্খলা করছে সরকার।’
দলীয় কার্যালয় থেকে বের হয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খন্দকার মোশাররফ হোসেনমির্জা ফখরুল আরও বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাকে অভিযুক্ত করা হয়েছে। এ অবস্থায় দেশে যুদ্ধাবস্থা তৈরি করা হয়েছে। আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আদালতে যাচ্ছেন। তিনি জনপ্রিয় নেত্রী। সেজন্য তার সঙ্গে নেতাকর্মীরাও রয়েছেন।’
এর আগে, বিএনপি কার্যালয় থেকে আদালতের উদ্দেশে বের হন বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা ফজলুল হক মিলন প্রমুখ।
এদিকে, নেতাকর্মীদের নিয়ে মির্জা ফখরুল নাইটিঙ্গেল মোড়ে পৌঁছলে পুলিশ দুই নেতাকে আটক করেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
এর মধ্যে অভিযোগ পাওয়া গেছে, নয়া পল্টন কার্যালয় থেকে মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী সোহেলসহ পাঁচ জন আটক করা হয়েছে।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য করেছেন আদালত। এই মামলার অন্যতম আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই রায়কে কেন্দ্র করে দলের সহস্রাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে, রায়ের দিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রাজপথে অবস্থান নিয়েছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে বিএনপি নেতাকর্মীদের সেভাবে রাজপথে দেখা যায়নি। এর মধ্যে ১১টা ৪০ মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসভবন থেকে বেরিয়ে আদালতের উদ্দেশে রওনা দেওয়ার পর তার গাড়িবহর সাত রাস্তা পৌঁছালে দলের বেশকিছু নেতাকর্মী মিছিল নিয়ে বহরে যোগ দেন।