খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাবি সাদা দলের বিবৃতি

খালেদা জিয়া (ফাইল ছবি)জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের কারাদাণ্ডের রায়ে ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন  সাদা দল। এক বিবৃতিতে সংগঠনটি খালেদা জিয়া ও সারাদেশে গ্রেফতার হওয়া বিএনপি নেতাকর্মীদের মুক্তি দাবি করেছে।  
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘আদালতে খালেদা জিয়ার আইনজীবী প্রমাণ করেছিলেন যে তিনি এই মামলায় কোনোভাবেই জড়িত নন এবং কোনও টাকাই আত্মসাৎ করা হয়নি। এসব টাকা এখনও ব্যাংকের হিসাবে জমা রয়েছে। আইনজীবীরা আশা করেছিলেন, খালেদা জিয়া বেকসুর খালাস পাবেন। কিন্তু তাকে সাজা দিয়ে জেলে পাঠানো হয়েছে। এ রায় সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত। দেশের আপামর জণসাধারও মনে করে এই মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্যে  করা। এই মামলার মাধ্যমে খালেদা জিয়া ও বিএনপিকে আগামী নির্বাচনের বাইরে রাখার অপ্রচেষ্টা করা হয়েছে।’

সাদা দলের পক্ষে বিবৃতিতে খালেদা জিয়া এবং সারাদেশে গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের মুক্তি দাবি করা হয়েছে।