খালেদা জিয়ার দণ্ড: বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বিএনপি

খালেদা জিয়া (ফাইল ছবি)বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ড ও তার সবশেষ অবস্থা নিয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন দলটির নেতারা। এতে বাংলাদেশে কর্মরত ১৩টি দেশের কূটনীতিকরা যোগ দিয়েছেন বলে জানা গেছে।   

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কূটনীতিকদের সঙ্গে বৈঠক হচ্ছে। অনেক দেশের কূটনীতিক রয়েছেন। এখনও বৈঠক চলছে।’

সূত্র জানায়, বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।