খালেদা জিয়ার মামলার রায়ের সার্টিফায়েড কপি আজও পাওয়া যায়নি





৮ ফেব্রুয়ারি রায়ের পর আদালতে খালেদা জিয়াজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সার্টিফায়েড কপি আজ বৃহস্পতিবারও (১৫ ফেব্রুয়ারি) পাওয়া যায়নি বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া। সেক্ষেত্রে এ মামলায় দণ্ড পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের দিন আরও পিছিয়ে গেল।
সানাউল্লাহ মিয়া বলেন, ‘আাদালত থেকে আমাদের বলা হয়েছিল, আজ (বৃহস্পতিবার) সার্টিফায়েড কপি সরবরাহ করা হবে। কিন্তু আমরা আজও পায়নি। তবে বিচারক বেঞ্চ সহকারীর (পেশকার) মাধ্যমে জানান, রায়ের সার্টিফায়েড কপির অর্ধেক কাজ শেষ হয়েছে। বাকিটা শেষ হয়ে আগামী রবিবার অথবা সোমবারের মধ্যে পাওয়া যাবে।’
তিনি বলেন, ‘আমরা এ কথা শুনে খুবই মর্মাহত হলাম। আমরা আশা করছিলাম, কপিটা আজ (বৃহস্পতিবার) হাতে পেলে রবিবার জামিনের আবেদন করতে পারবো।’
সানাউল্লাহ মিয়া বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ। আমরা আদালতকে বলেছি, রায়ের সার্টিফাইড কপিটা হাতে পেলে জামিনের আবেদন করতে পারবো।’
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা রবিবার পর্যন্ত ধৈর্য ধরুন, আমরা আদালতকে বলেছি, ম্যাডাম অসুস্থ, তাই জরুরিভিত্তিতে যেন কপি সরবরাহ করা হয়।’
সানাউল্লাহ মিয়া জানান, ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালত থেকে তারা সার্টিফায়েড কপি হাতে পাবেন।
এর আগে গত সোমবার (১২ ফেব্রুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার ৬৩২ পৃষ্ঠা রায়ের সার্টিফায়েড কপির জন্য তিন হাজার কপি ফলিও (পেপার) আদালতে দাখিল করা হয়।