খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর অনলাইনেও

 



খালেদা জিয়াজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনলাইনেও গণস্বাক্ষর করার সুযোগ রেখেছে দলটি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নয়া পল্টনে এ গণস্বাক্ষর অভিযান কার্যক্রমের সূচনা করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, http://www.bnpbangladesh.com/free-khaleda-zia/ – এই লিংকে গিয়েও স্বাক্ষর করা যাবে।

চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘দলের অফিশিয়াল ওয়েবসাইটে (bnpbangladesh.com) “খালেদা জিয়াকে মুক্ত কর” নামে নতুন সেকশন তৈরি করা হয়েছে।’

তিনি জানান, সেকশনে ‘আমি খালেদা জিয়ার মুক্তি চাই’ এবং #freeKhaledaZia, #freeBKZ, #PeacefulProtestBD – এই তিনটি হ্যাশট্যাগ ও বেগম জিয়ার একটি ছবি দিয়ে ব্যানার ইমেজ দেওয়া আছে। এরপর নাম ও ঠিকানা ব্যবহার করে স্বাক্ষর করার ব্যবস্থা রয়েছে।

স্বাক্ষরের উপর লেখা আছে – ‘আমি অনতিবিলম্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই।’