রবিবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে বিএনপি






বিএনপিজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে দলটি। রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এ স্মারকলিপি দেওয়া হবে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান।
আগামী ২২ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী অথবা নয়াপল্টনে বিএনপি সমাবেশে করতে চায় উল্লেখ করে রিজভী বলেন, ‘আমরা সমাবেশের জন্য অনুমতি চেয়েছি। আশা করি, সমাবেশের অনুমতি পাবো।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের রাজনীতি থেকে অবসরের সময় হয়ে গেছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘ওবায়দুল কাদের একবার বললেন, “জেলখানা আরাম-আয়েশের জায়গা নয়”, আবার পরক্ষণেই বলেছেন, “কারাগার শান্তিতে, স্বস্তিতে থাকার জায়গা”। তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিয়েছে। মনে হয়, তার রাজনীতি থেকে অবসরে যাওয়া উচিত।’
ওবায়দুল কাদের উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন দাবি করে রুহুল কবির রিজভী বলেন, ‘গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতি ও নির্বাচন উভয়ই দিতে ব্যর্থ আপনারা।’
৩০ জানুয়ারি থেকে এপর্যন্ত বিএনপির চার হাজার ৭২৫ জনের বেশি নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে বলে দাবি করেন রিজভী।