‘২৫ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করবে বিএনপি’

বিডিআর হত্যা দিবসে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধাবিএনপি ক্ষমতায় গেলে ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যা দিবসকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে এই দিনটিকে (২৫ ফেব্রুয়ারি) আমরা শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা দেবো। সেভাবেই আমরা দিবসটি পালন করব।’
রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি- বর্ডার গার্ড বাংলাদেশ) হত্যা দিবসে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি দলীয় চেয়ারপারসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান এই কথা বলেন। এসময় তিনি নিহত সেনাকর্মকর্তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, ‘আমাদের বিজিবি অত্যন্ত শক্তিশালী। আমি নিজেও বিডিআরে (বর্তমান বিজিবি) ছিলাম। এই বাহিনীকে আমি ধারণ করি। কিন্তু আমাদের বাহিনীকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। ষড়যন্ত্রকারীদের বিচার হওয়া জরুরি। কারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে হবে।’
নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) এম হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘যারা ট্রিগার চেপেছিল তাদের বিচার হয়েছে। কিন্তু যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের বিচার হয়নি। বিচারের দীর্ঘসূত্রিতাও দেখছি।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর সেনাবিহনীর পক্ষ থেকে যে তদন্ত করা হয়েছিল, আজও তা আলোর মুখ দেখেনি। ওই তদন্ত প্রতিবেদনে কী উঠে এসেছিল, সেটাও সামনে আনতে হবে।’
এসময় বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
পিলখানা ট্র্যাজেডি: আদালতে উঠে আসে লোমহর্ষক তথ্য
‘একটি মামলার রায় হয়েছে, আরেকটির রায় এ বছর হবে’