জাফর ইকবালের ওপর হামলায় জড়িতদের শাস্তি দাবি খেলাফত মজলিসের

খেলাফত মজলিস

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। 

রবিবার (৪ মার্চ) দুপুরে এক বিবৃতিতে এ দাবি জানান তারা।

বিবৃতিতে বলা হয়, প্রকাশ্য দিবালোকে পুলিশি নিরাপত্তার মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনা গভীর ষড়যন্ত্রের অংশ। 

উল্লেখ্য, শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে অনুষ্ঠান চলাকালে ড. জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ২৪-২৫ বছর বয়সী এক তরুণ। পরে ফয়জুর রহমান ফয়জুল নামে ওই তরুণকে আটক করা হয়।



এ সংক্রান্ত খবর:


জাফর ইকবালকে হত্যাচেষ্টার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বিক্ষোভ

জাফর ইকবালকে হত্যা চেষ্টার প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন

জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় অভিযোগ দায়ের