ঐতিহাসিক দিনে দুর্ভোগ মেনে নেওয়ার অনুরোধ ওবায়দুল কাদেরের

আওয়ামী লীগের জনসভার কারণে একদিকে যানজট অন্যদিকে মিছিল। ফলে তীব্র হয় জনদুর্ভোগ

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভাকে কেন্দ্র করে সৃষ্ট দুর্ভোগের কথা স্বীকার করে তা মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার শুরুতে তিনি এ অনুরোধ জানান।

তিনি বলেন, এই দিনটি সকল বাঙালির সম্পদ। এই দিনটি পরিবর্তন করা যায় না। আমরা আমাদের অন্য জনসভাগুলো ছুটির দিনে শুক্রবার ও শনিবার করেছি। কিন্তু এই তারিখ তো বদলানো যাবে না।

ঢাকাবাসীর উদ্দেশে কাদের বলেন, আপনাদের একটু কষ্ট হলেও সহনশীল হওয়ার জন্য অনুরোধ জানাই।

উল্লেখ্য, আজ বুধবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের আয়োজনে জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এ জনসভায় যোগ দিতে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নেমেছে। রাজধানীর উল্লেখযোগ্য সংখ্যক বাস রিজার্ভ করে ও  রাস্তাজুড়ে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভায় আসার কারণে মারাত্মক দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রাজধানীর কোনও কোনও সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। আবার কোথাও কোথাও যানবাহন না চলায় রাস্তা যানশূন্য হয়ে পড়েছে।